তিন দফা প্রদান পরিকল্প(লাভসহ)
এই পরিকল্পের অধীনে ১২, ১৫, ১৮ ,২১ও ২৪ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়। পরিকল্পে মেয়াদের ৩ ভাগের ১ ভাগ, মেয়াদের ৩ ভাগের ২ ভাগ সময় অতিক্রান্ত হলে প্রতিক্ষেত্রে বীমা অংকের ২৫% হারে প্রত্যাশিত সুবিধা প্রদান করা হয় এবং মেয়াদ শেষে লাভসহ বাকী ৫০ % প্রদান করা হয়।
প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাষিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।
অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।
চার দফা প্রদান পরিকল্প(লাভসহ)
এই পরিকল্পের অধীনে ১২, ১৬, ২০ ও ২৪ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়। পরিকল্পে মেয়াদের ৪ ভাগের ১ ভাগ, মেয়াদের অর্ধেক, মেয়াদের ৪ ভাগের ৩ ভাগ সময় অতিক্রান্ত হলে প্রতিক্ষেত্রে বীমা অংকের ২০% হারে প্রত্যাশিত সুবিধা প্রদান করা হয়। এবং মেয়াদ শেষে লাভসহ বাকী ৪০ % প্রদান করা হয়।
১ম, ২য় ও ৩য় কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেত্ত পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে পুরো বীমাঅংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।
অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।
পাঁচ দফা প্রদান পরকিল্প(লাভসহ)
এই পরিকল্পের অধীনে ১৫, ২০,২৫ ও ৩০ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়। পরিকল্পে মেয়াদের ৫ ভাগের ১ ভাগ, মেয়াদের ৫ ভাগের ২ ভাগ, মেয়াদের ৫ ভাগের ৩ ভাগ এবং মেয়াদের ৫ ভাগের ৪ ভাগ সময় অতিক্রান্ত হলে ক্রমানুসারে বীমা অংকের ১০%, ১৫ %, ২০% এবং ২৫ % হারে প্রত্যাশিত সুবিধা প্রদান করা হয় এবং মেয়াদ শেষে লাভসহ অবশিষ্ঠ ৩০ % প্রদান করা হয়।
১ম, ২য় ,৩য় ও ৪র্থ কিস্তির টাকা প্রদান করা সত্ত্বেত্ত পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে পুরো বীমাঅংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।
অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।
সঞ্চয়ী বীমা পরিকল্প(লাভসহ)
এই পরিকল্পের বীমাবৃতের অকাল মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে কাঙ্খিত অর্থ প্রাপ্তি নিশ্চিত করে। কোন নিদিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বা তার আগে মৃত্যু হলে মৃত্যুর পরই অর্জিত বোনাসসহ বীমাঅংক দেয়া হয়। এই পরিকল্পের অধীনে ১০,১২ ১৫, ২০,২৫,৩০ ও ৩৫ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়।
প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর।
অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।
সঞ্চয়ী বীমা পরিকল্প(লাভবিহীন)
এককালীন ভবিষ্যৎ আর্থিক প্রয়োজন মেটাতে একটি নির্দিষ্ট অংক ও মেয়াদের জন্য এই পরিকল্পের অধীনে বীমা গ্রহন করলে ঐ মেয়াদ শেষে অথবা মেয়াদের পূর্বে যে কোন সময় বীমাবৃতের অকাল মৃত্যুতে বীমা অঙ্ক কোম্পানী পরিশোধ করবে।
এই পরিকল্পের অধীনে ১০, ১৫, ২০,২৫,৩০ ও ৩৫ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়।
প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর।
অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।
এক কিস্তি প্রিমিয়াম বীমা পরিকল্প (লাভবিহীন)
এই পরকিল্পে এক কস্তি প্রমিয়িাম প্রদানরে মাধ্যমে বীমা অংকরে দ্বিগুণ প্রদান করা হয়।মেয়াদের মধ্যে বীমা গ্রাহকরে মৃত্যু হলে বা মেয়াদর্পূতরি পর বীমা গ্রাহক বীমা অংকেরে দেরগুণ বা দ্বিগুণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে । এই পরকিল্পে মাত্র একবার প্রমিয়িাম প্রদান করতে হয় বলে এটি অত্যন্ত সুবধিাজনক । তাছাড়া বীমা অংকরে নিশ্চিতি দ্বিগুণ বলে এটি পরিবারের জন্য নিরাপত্তার প্রতীক এবং নির্ভরযোগ্য বলয় স্বরুপ । এই পরকিল্পে কোনো সহযোগী বীমা প্রদান করা হয় না ।প্রিমিয়ামেরম উপর আয়কর রেয়াত পাওয়া যায় এবং বীমার টাকা আয়কর মুক্ত ।
যদি বীমার মেয়াদ সাত বছররে হয়,তাহলে মেয়াদ শেষে দ্বিগুণ প্রতিশ্রুতি মূল বীমা অংকের দেড় গুন পরমিাণ টাকা পাবনে । যদি পলিসি হোল্ডার মেয়াদেরর মধ্যে মারা যায়, তাহলে নমীনি বীমা অংকরে দ্বিগুণ টাকা পাবেন ।
যদি বীমার মেয়াদ দশ বছরের হয়,তাহলে মেয়াদ শেষে তিনি প্রতিশ্রুতি মূল বীমা অংকরে দ্বিগুণ পরমিাণ টাকা পাবনে । যদি পলিসি হোল্ডার মেয়াদের মধ্যে মারা যায়, তাহলে নমিনি বীমা অংকের দ্বিগুণ টাকা পাবনে ।
শিশু নিরাপত্তা বীমা পরিকল্প লাভসহ
এই পরিকল্পের অধীনে যৌথভাবে প্রিমিয়াম দাতা ও শিশুর জীবনের উপর ঝুঁকি গ্রহন করা হয়। প্রিমিয়াম দাতা অবশ্যই শিশুর পিতা হবেন যদি পিতা জীবিত না থাকেন এবং শিশুর মাতা উপার্জনক্ষম হন তবে তিনিও প্রিমিয়াম দাতা হতে পারেন । পলিসি গ্রহনের সময় শিশুর বয়স হবে সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ১৫ বছর। মেয়াদ পূর্তিকালীন শিশুর বয়স ১৮ বছরের কম এবং ৩০ বছরের বেশী হবেনা ।
# প্রাপ্য সুবিধাদিঃ
১.যদি বীমা চলাকালীন সময়ে প্রিমিয়াম দাতা মৃত্যুবরন করেন আর কোন প্রিমিয়াম দিতে হবেনা। সেক্ষেত্রে নিম্নোক্ত সুবিধাদি প্রদান করা হবেঃ
(ক) মেয়াদপূর্তি পর্যন্ত বৃত্তি হিসেবে প্রতি মাসে মূল বীমাঅংকের শতকরা ১% অর্থ প্রদান করা হবে।
(খ) মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ পুরো বীমাঅংক প্রদান করা হবে।
২.যদি মেয়াদপূর্তির পূর্বেই শিশুটি মৃত্যুবরন করে তবে নিম্নোক্ত শিডিউল অনুযায়ী বীমার টাকা প্রদান করা হবেঃ
শিশুটির মৃত্যকালে পলিসি চালু থাকার মেয়াদ প্রদেয় সুবিধা
৬ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ২৫%
৬ মাসের বেশি কিন্তু ১২ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ৫০%
১২ মাসের বেশি কিন্তু ২৪ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ৭৫%
২৪ মাসের বেশি মূল বীমাঅংকের ১০০%
তিন কিস্তি সঞ্চয় বীমা পরিকল্প (লাভসহ)
বৈশিষ্ট্যঃ
এই পরিকল্পে বীমার মেয়াদ ১২ বছর। প্রিমিয়াম প্রতিমাসে প্রদান করতে হয়। এই পরিকল্পে মেয়াদ পূর্তির পূর্বে আংশিক বীমাঅংক প্রাপ্তির সুবিধা রয়েছে যা নিম্নরূপঃ-
ক) প্রথম চার বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করার পর বীমাঅংকের ২০% প্রদান করা হবে।
খ) পরবর্তী চার বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করার পর বীমাঅংকের ২০% প্রদান করা হবে।
গ) মেয়াদ পূর্তি পর্যন্ত বীমাগ্রাহক বেঁচে থাকলে এবং নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করে থাকলে অবশিষ্ট বীমাঅংক অর্জিত লাভসহ প্রদান করা হবে।
ঘ) প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা সত্তেও পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের মৃত্যু হলে পুরো বীমাঅংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
এই পরিকল্পের বিশেষ সুবিধা হলো প্রিমিয়াম বয়স নির্ভর নয়। বীমা শুরুতে সর্বোচ্চ প্রবেশকালীন বয়স পুরুষ ও মহিলার ক্ষেত্রে যথাক্রমে ৪৮ বছর এবং ৪৫ বছর।
এই পরিকল্পের ক্ষেত্রে সর্বনিম্ন বার্ষিক কিস্তি ১০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০০ টাকায় সীমিত থাকবে।
তিন দফা প্রদান পরিকল্প(তাকাফুল লাভসহ)
এই পরিকল্পের অধীনে ১২, ১৫ও ১৮ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়। মেয়াদকালীন বিভিন্ন সময়ে প্রদেয় কিস্তির পরিমান নিম্নরূপঃ-
ক) মেয়াদের এক তৃতীয়াংশ কাল অতিক্রান্ত হওয়ার পরে বীমা অংকের ২৫%।
খ) দুই তৃতীয়াংশ সময় অতিক্রান্ত হওয়ার পরে আবার বীমা অংকের ২৫%।
গ) মেয়াদ শেষে বীমা অংকের বাকী ৫০% প্রদান করা হবে।
১ম ও ২য় কিস্তির টাকা প্রদান করা সত্তেও পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের মৃত্যু হলে পুরো বীমা অংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাষিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PDAB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। সর্বনিম্ন বীমাঅংক ৩০,০০০ টাকা ও মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর।
অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender Value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।
সঞ্চয়ী বীমা পরিকল্প( তাকাফুল লাভসহ)
এই পরিকল্পের বীমাবৃতের অকাল মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে কাঙ্খিত অর্থ প্রাপ্তি নিশ্চিত করে। কোন নিদিষ্ট মেয়াদ পর্যন্ত বেঁচে থাকলে মেয়াদ শেষে বা তার আগে মৃত্যু হলে মৃত্যুর পরই অর্জিত বোনাসসহ বীমাঅংক দেয়া হয়।
এই পরিকল্পের অধীনে ১০, ১৫ও ২০ বছর মেয়াদী পলিসি গ্রহন করা যায়।
প্রিমিয়াম বার্ষিক ও ষান্মাসিক পদ্ধতিতে দেয়া যাবে। এই বীমার সাথে সহযোগী বীমা যেমন দূর্ঘটনাবীমা (ADB), স্থায়ী অক্ষমতা ও দূর্ঘটনা সুবিধা (PADB) এবং হাসপাতাল বীমা (HI) গ্রহন করা যায়। সর্বনিম্ন বীমাঅংক ৩০,০০০ টাকা ও মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৭০ বছর।
অন্ততঃ দুই বৎসর প্রিমিয়াম জমা দেওয়ার পর পলিসি আংশিক সম্পাদিত (Paid-up) বীমা সুবিধা ও সমর্পণ মূল্য (Surrender value) অর্জন করে। প্রয়োজনে সমর্পণ মূল্যের ৯০% ঋণ হিসাবে পরিশোধ করা হবে।
পেনশন বীমা পরিকল্প
এই পরকিল্পে পেনশন শুরু থেকে পরর্বতী ১০ বছরে পেনশন প্রাপ্তির নিশ্চয়তাসহ আজীবন পেনশন প্রাপ্তির গ্যারান্টি পেনশন শুরুর ১০ বছররে মধ্যে বীমা গ্রাহকরে মৃত্যু হলে ১০ বছর র্পূণ হতে বাকী সময়ের পেনশন তার মনোনীতককে প্রদান করা হবে। যদি পেনশন আরম্ভ হওয়ার র্পূবে বীমা চালু থাকা অবস্থায় বীমা গ্রাহকরে মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে তার জমাকৃত সকল প্রিমিয়াম নূন্যতম ১০ % হারে মুনাফাসহ তার মনোনীতককে ফরত দেওয়া হবে ।